Ayodhya Ram Temple | অযোধ্যার রামমন্দিরে বসছে কন্নড় ধাঁচের রামমূর্তি! সোমে স্থাপন হবে রত্নখচিত 'শ্রীরাম'

আগামী সোমবার, ২৯ ডিসেম্বর মূর্তিটি স্থাপনের দিন সাধুসন্ত ও ভক্তদের সমাগমে রামমন্দিরে তৈরি হবে এক অনন্য মুহূর্ত।
আগামী সোমবার, ২৯ ডিসেম্বর রামমন্দিরে বসতে চলেছে কর্নাটকের শিল্পী নির্মিত কন্নড় ধাঁচের এক রামমূর্তি। শিল্পীর নাম জয়শ্রী ফড়িশ। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। জয়শ্রী বহু মন্দিরেই নিজের হাতে তৈরী বিগ্রহ দেন করে থাকেন। এবার সেই তালিকায় অযোধ্যার রামমমন্দির। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ড. অনিল মিশ্র জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় তাঞ্জোর ধাঁচের রত্নখচিত রামমূর্তিটির ওজন প্রায় ৪ কুইন্টাল। দৈর্ঘ্য ৭ ফুট ১০ ইঞ্চি। সন্ত তুলসিদাস মন্দিরের কাছে অঙ্গদ টিলার দিকে থাকবে বিগ্রহটি।
