Awami League | বাংলাদেশে হাসিনার 'কামব্যাক'! বিএনপি-জামায়াতপন্থীদের হারিয়ে নির্বাচনে বড় জয় আওয়ামিপন্থীদের!

Tuesday, February 25 2025, 8:23 am
Awami League | বাংলাদেশে হাসিনার 'কামব্যাক'! বিএনপি-জামায়াতপন্থীদের হারিয়ে নির্বাচনে বড় জয় আওয়ামিপন্থীদের!
highlightKey Highlights

চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বড় জয় পেলেন আওয়ামিপন্থী আইনজীবীরা।


বাংলাদেশে ‘জুলাই বিপ্লবে’র পর হাসিনা ও মুজিবের সব চিহ্ন মুছতে উঠে পরে লাগে ইউনূসের সরকার ও সে দেশের জনতা। তবে সেই অবহেই এমন ঘটনা ঘটলো যা প্রত্যাশা করেননি হাসিনাপন্থীও। চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বড় জয় পেলেন আওয়ামিপন্থী আইনজীবীরা। পিছনে পরে গেলো বিএনপি, জামাতপন্থীরা। ভোটার ছিলেন ২২৪ জন এবং ভোট দেন ২০২ জন। এই নির্বাচনে বিএনপি, জামায়াতপন্থী প্যানেল থেকে পাঁচজন জয়ী হন, শুধু বিএনপিপন্থী প্যানেল থেকে দুজন এবং আওয়ামি লিগ প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File