Bangladesh । হিংসার আগুন অব্যাহত বাংলাদেশে, আগুনে পুড়লো আওয়ামি লিগ নেতার বাড়ি, মৃত ২
হিংসার আগুন যেন কিছুতেই নিভছে না বাংলাদেশে। রবিবার মৌলভীবাজারে আওয়ামি লিগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ঘটাল দুষ্কৃতীরা। ঘরের ভিতরই পুড়ে মৃত্যু হল ওই নেতার মা ও কাকিমার।
উত্তপ্ত বাংলাদেশে চলছে একের পর এক হত্যালীলা। রবিবার রাতে মৌলভীবাজারে এক আওয়ামি লিগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ঘটাল দুষ্কৃতীরা। ঘরের ভেতরই পুড়ে মৃত্যু হল ওই নেতার মা ও কাকিমার। সূত্রের খবর , ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শেখ রুমেল আহমেদের বাড়িতে আগুন ধরিয়েছে কট্টরপন্থীরা। তিনি জেলা যুব লিগের সহ সভাপতিও ছিলেন।