Paris Paralympics 2024 | অলিম্পিকের ক্ষত মিটলো প্যারালিম্পিকে, ভারতের হয়ে শুটিংয়ে সোনা জয় অবনীর! একই ইভেন্টে ব্রোঞ্জ জয় মোনার

Friday, August 30 2024, 11:02 am
Paris Paralympics 2024 | অলিম্পিকের ক্ষত মিটলো প্যারালিম্পিকে, ভারতের হয়ে শুটিংয়ে সোনা জয় অবনীর! একই ইভেন্টে ব্রোঞ্জ জয় মোনার
highlightKey Highlights

প্যারিস অলিম্পিকে একটাও সোনা ঘরে আনতে পারেনি ভারত। তবে সেই ক্ষত প্যারালিম্পিকে মেটালেন ভারতীয় কন্যা অবনী লেখারা।


প্যারিস অলিম্পিকে একটাও সোনা ঘরে আনতে পারেনি ভারত। তবে সেই ক্ষত প্যারালিম্পিকে মেটালেন ভারতীয় কন্যা অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে সোনা জিতলেন অবনী। ওই একই ইভেন্টে ব্রোঞ্জও পেলেন ভারতের মোনা আগরওয়াল। ১০ মিটার এয়ার রাইফেলসের SH1 ইভেন্টের ফাইনালে টানটান লড়াইয়ে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারালেন অবনী। ফাইনালে অবনীর স্কোর ২৪৯.৭। কোরিয়ার ওয়াই লি ২৪৬.৮ পয়েন্ট নিয়ে রূপো পেলেন। ভারতেরই মোনা আগরওয়াল ২২৮.৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেলেন। একই ইভেন্টে জোড়া পদক এল ভারতের দখলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File