Kolkata Metro । নতুন বছরের প্রথম দিনে গ্রান্ড সুখবর মেট্রোর, পয়লা জানুয়ারি চলবে তিন জোড়া অতিরিক্ত মেট্রো
বর্ষবরণের রাতে তিন জোড়া অতিরিক্ত মেট্রো চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্ষবরণের রাতে শহর কলকাতায় নিশ্চিন্তে ঘুরুন প্রিয় মানুষের সাথে। বাড়ি ফেরার দুশ্চিন্তা ফুৎকারে উড়িয়ে দেবে কলকাতা মেট্রো। মেট্রো কতৃপক্ষ ঘোষণা করেছেন, দিনের বাকি সময়ের নির্দিষ্ট মেট্রো ছাড়াও বর্ষবরণের দিন তিন জোড়া অতিরিক্ত মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে অতিরিক্ত মেট্রোগুলি ছাড়বে রাত ৯:৪৮ মিনিট, রাত ১০:৩ মিনিট, রাত ১০:১৮ মিনিটে। কবি সুভাষ থেকে বিশেষ মেট্রোটি ছাড়বে ৯;৫৫ মিনিট, ১০:১০ মিনিট এবং ১০:২৫মিনিটে।