মানসিক রোগে আক্রান্ত পুকোভস্কি, ক্রিকেট মাঠ থেকে দূরে সরে যাওয়া ওপেনারকে দলে ফেরাল অস্ট্রেলিয়া।
Thursday, November 12 2020, 11:36 am
Key Highlightsভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ১৭ জনের স্কোয়াডে আছেন ২২ বছর বয়সি ওপেনার উইল পুকোভস্কি। চলতি শেফিল্ড শিল্ডে দারুণ ছন্দে আছেন তিনি। তাৎপর্যের বিষয় হল, গত বছর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য বিবেচিত হচ্ছিলেন তিনি। কিন্তু, মানসিক সমস্যায় জর্জরিত পুকোভস্কি নিজেকে সরিয়ে নেন। সেই সিরিজের আগে প্র্যাকটিস ম্যাচে খেললেও তার পর ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের সমস্যার কথা জানান তিনি। ২০১৮-১৯ মরসুমে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সেই সময় ক্রিকেট থেকে ৬ সপ্তাহের জন্য বিরতিও নিয়েছিলেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- খেলাধুলা
- ক্রিকেট
- অস্ট্রেলিয়া
- উইল পুকোভস্কি
- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
- অস্ট্রেলিয়া-ইন্ডিয়া

