Ausaneshwar Temple | উত্তর প্রদেশের শিব মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট ও পদপিষ্ট হয়ে মৃত্যু ২ জনের! আহত অন্তত ৪০!

উত্তর প্রদেশের বারাবনকিতে অবস্থিত আউশনেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেকের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং তারপরে পদপিষ্ট হয়ে মৃত্যু ২ জনের!
শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! উত্তর প্রদেশের বারাবনকিতে অবস্থিত আউশনেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেকের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং তারপরে পদপিষ্ট হয়ে মৃত্যু ২ জনের! আহত আরও কমপক্ষে ৪০ জন পুণ্যার্থী। জানা গিয়েছে,গভীর রাতে মন্দিরে জলাভিষেক হচ্ছিল। এমন সময় একটি বাঁদর বিদ্যুতের তারের উপরে পড়ে যায়, যার জেরে বিদ্যুতের ওই তার ছিঁড়ে যায়। ভিড়ের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন বেশ কয়েকজন পুণ্যার্থী। ঘটনায় আতঙ্কিত হয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। যার ফলে পদপিষ্ঠের পরিস্থিতি তৈরী হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- মন্দির
- মৃত্যু