Bengaluru Techie Suicide । অতুল আত্মহত্যা মামলা: পুলিশের জালে স্ত্রী সহ শাশুড়ি শ্যালক

Sunday, December 15 2024, 4:19 am
Bengaluru Techie Suicide । অতুল আত্মহত্যা মামলা: পুলিশের জালে স্ত্রী সহ শাশুড়ি শ্যালক
highlightKey Highlights

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যা মামলায় এবার গ্রেফতার হলেন তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া। নিকিতার ভাই এবং মা, অনুরাগ ও নিশা সিংহানিয়াও গ্রেফতার হয়েছেন এই মামলায়।


বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যা মামলায় এবার গুরুগ্রাম থেকে তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গ্রেফতার করলো বেঙ্গালুরু পুলিশ। পুলিশের জালে নিকিতার ভাই অনুরাগ এবং মা নিশা সিংহানিয়াও। তাঁদের প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে। মৃত ইঞ্জিনিয়ার অতুলের ভাই বিকাশের করা এফআইআর অনুযায়ী, নিকিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, অতুলের কাছ থেকে মামলা তোলার জন্যে ৩ কোটি এবং ছেলেকে দেখার জন্যে ৩০ লক্ষ টাকা চেয়েছিলো নিকিতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File