Paschim Medinipur | চার বছরের শিশুকে সিঁদুর মাখিয়ে বলি দেওয়ার চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে ধৃত তান্ত্রিক
Saturday, March 29 2025, 4:17 pm

চার বছরের মূক ও বধির এক শিশুকে সিঁদুর মাখিয়ে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুরে ভয়ানক কান্ড! চন্দ্রকোনার সারগা গ্রামে চার বছরের মূক ও বধির এক শিশুকে সিঁদুর মাখিয়ে বলি দেওয়ার চেষ্টা হলো। এঘটনায় স্থানীয় এক তান্ত্রিককে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার ওই শিশুটিকে ঘুম পাড়িয়ে তার মা কিছু ক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলেন। ফিরে এসে তাকে আর দেখতে না পাওয়ায় হাঁকডাক শুরু করেন তিনি। স্থানীয় এক তান্ত্রিক রঞ্জিত রুইদাসের ঘরে সারা শরীরে সিঁদুরমাখা শিশুটিকে পাওয়া যায়। অভিযোগ, শিশুটিকে বলি দেওয়ার চেষ্টা হচ্ছিলো।