Saif Ali Khan Attack | ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা! পুলিশের হাতে ধরা পড়লো সইফের হামলাকারী! দাবি করেছিল ১ কোটি
Friday, January 17 2025, 6:50 am
Key Highlights
বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল সে।
অবশেষে মুম্বই পুলিশের হাতে ধরা পড়লো সইফ আলী খানের হামলাকারী। সূত্রে খবর, বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল সে। ইতিমধ্যেই তাকে বান্দ্রা থানায় আনা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, আততায়ী সইফের ছোট ছেলে জেহর ঘরে ঢুকছিল। সেই সময় ওই ব্যক্তিকে দেখে ফেলে পরিচারিকা। চিৎকার করতেই তাঁকে চুপ করতে বলে হামলাকারী দাবি করে ১ কোটি টাকার। পরিচারিকা তাকে বাধা দিলে সে ছুরির কোপ মারে। এরপরই বেরিয়ে আসেন সইফ। হামলাকারীকে বাধা দিলে, সে অভিনেতাকে এলোপাথাড়ি কোপ মারে।
- Related topics -
- বিনোদন
- অভিনেতা
- বলিউড
- সাইফ আলি খান
- সাইফ আলী খান
- ক্রাইম
- মুম্বাই পুলিশ
- মুম্বাই