RG Kar | আরজিকর কাণ্ডে প্রমাণ মেটানোর চেষ্টা? হাসপাতালের আট তলার ঘরে CBIর ঝোলানো তালায় নেই সিল
হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের আট তলায় একটি ঘর তদন্তের স্বার্থে সেপ্টেম্বর মাসে সিল করেছিল CBI। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই ঘরের সিল ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে।
আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ মেটানোর চেষ্টা? সূত্রে খবর, ওই ঘটনায় হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের আট তলায় একটি ঘর তদন্তের স্বার্থে সেপ্টেম্বর মাসে সিল করেছিল CBI। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই ঘরের সিল ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ওই রুমে তালা দিয়ে তার উপর ‘গালা সিল’ সাঁটানো ছিল। কিন্তু এদিন রুমে তালা দেওয়া থাকলেও তার উপর লাগানো সিলটি ছেঁড়া রয়েছে দেখা যায়। তাহলে কি কেউ ওই রুমটি খোলার চেষ্টা করেছিল? যদিও এই বিষয়ে এখনও আরজিকর কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেননি।