Vladimir Putin | 'পশ্চিমা দেশের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ করলে তাদেরও এই যুদ্ধে যুক্ত করা হবে', বিস্ফোরক মন্তব্য পুতিনের

Friday, September 13 2024, 8:53 am
highlightKey Highlights

রুশ ভূখণ্ডে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণে রাশিয়া 'যথাযথ পদক্ষেপ' নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।


রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চিন্তিত গোটা পৃথিবী। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যদি ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা দেশের তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে আক্রমণ করে, তাহলে এই যুদ্ধে পশ্চিমা দেশগুলির সরাসরি হস্তক্ষেপ রয়েছে বলে ধরা হবে। পুতিন বলেন, এধরনের আক্রমণ ন্যাটো দেশগুলোকে যুদ্ধে টেনে আনবে, কারণ ন্যাটোকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ এবং তাদের ফ্লাইট পথ পরিকল্পনা করতে হবে। তিনি আরও বলেন, রাশিয়ার তরফে এধরনের 'অনুপযুক্ত' আক্রমণের প্রতি 'যথাযথ পদক্ষেপ' নেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File