১লা জুলাই থেকে নয়া নিয়ম চালু SBI-এ, এটিএমে টাকা তোলা, ফান্ড ট্রান্সফার ও চেকবইয়ের জন্য দিতে হবে চার্জ

Friday, May 28 2021, 8:02 am
highlightKey Highlights

আগামী ১ জুলাই থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন মাশুল ধার্য করতে চলেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যাদের সাধারণ সেভিংস অ্যাকাউন্ট আছে, তাঁদের জন্য এবার থেকে প্রযোজ্য হবে নতুন চার্জ। এটিএম থেকে টাকা তুলতে, ফান্ড ট্রান্সফার ও চেকবইয়ের জন্য এবার থেকে গ্রাহকদের দিতে হবে এক্সট্রা চার্জ। ATM-এর ক্ষেত্রে পঞ্চমবার টাকা তোলার সময় থেকে গ্রাহকদের কাছ থেকে ১৫ টাকা করে নেওয়া হবে। সঙ্গে দিতে হবে জিএসটি চার্জ। তবে এই নয়া নিয়ম বয়স্ক গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File