ATM on Train | চলন্ত ট্রেনের ভেতরে ATM পরিষেবা! অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেলওয়ে!

Wednesday, April 16 2025, 10:38 am
highlightKey Highlights

চলন্ত ট্রেন থেকে তোলা যাবে নগদ অর্থ। ট্রেনের মধ্যেই বসতে চলেছে ATM (অটোমেটেড টেলার মেশিন)।


চলন্ত ট্রেন থেকে তোলা যাবে নগদ অর্থ। ট্রেনের মধ্যেই বসতে চলেছে ATM (অটোমেটেড টেলার মেশিন)। রেল সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল রেলওয়ে মুম্বই মানমাড় পঞ্চবটী এক্সপ্রেসে পরীক্ষামূলক ভাবে বাতানুকুল চেয়ার কার কোচের পিছনের একটি কিউবিকলে ATM বসিয়েছে বেসরকারি একটি ব্যাঙ্ক। চলন্ত ট্রেনে ATM ব্যবহার করতে যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য কিউবিকলে শাটার দরজাও লাগানো হয়েছে। সূত্রের খবর, সেন্ট্রাল রেলওয়েতে চলন্ত ট্রেনে ATM ব্যবহার কার্যকর হলে, রেলের অন্য জোনগুলিতে ধাপে ধাপে এই ব্যবস্থা চালু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File