এটিএম-কার্ড প্রতারনার তদন্তে গ্রেফতার ১, সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের

Thursday, December 24 2020, 8:24 am
এটিএম-কার্ড প্রতারনার তদন্তে গ্রেফতার ১, সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের
highlightKey Highlights

বেশ কিছুদিন ধরে তাঁদের কাছে অভিযোগ আসছিল, এটিএমের ভেতরে বদলে নেওয়া হচ্ছে এটিএম কার্ড এবং অন্য কোনো মেশিন থেকে তোলা হচ্ছে টাকা। এইভাবে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণা করা হয়েছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বহরমপুরে জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার। অভিযোগ পেয়ে তাঁরা তদন্তে নামেন। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করেন ডায়মন্ডহারবারের বাসিন্দা শামিম নস্কর-কে। শামীমের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পুলিশ উদ্ধার করতে পেরেছে। জানা গিয়েছে তাকে পুলিশি হেফাজতে নিয়ে টিআই প্যারেড নিয়ে তদন্ত করা হবে। এর পাশাপাশি তিনি সচেতন থাকার বার্তা দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File