Atishi Marlena | আগামী ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতিশি মারলেনা, দিল্লি পাবে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
Thursday, September 19 2024, 7:44 am

অতিশি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হবেন।
আগামী ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতিশি মারলেনা। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর তিনি এই দায়িত্ব নেবেন। অতিশি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হবেন। অন্যান্য মন্ত্রীরাও ওই দিনই শপথ নেবেন। ৪৩ বছরের আতিশি, কেজরিওয়াল সরকারের শিক্ষা, পূর্ত, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের দায়িত্বে ছিলেন। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেপ্তারের পরে তাঁকে মন্ত্রিসভার সদস্য করা হয়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- নয়াদিল্লি
- অরবিন্দ কেজরিওয়াল
- মুখ্যমন্ত্রী
- ভারত
- দেশ