Super Cup | সুপার কাপে নিভলো মশাল, ৫:৬ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জিতলো গোয়া

Sunday, December 7 2025, 6:08 pm
highlightKey Highlights

আইএফএ শিল্ডে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁদের। গোয়াতেও ৫-৬ গোলে হেরে ফিরল দুঃস্বপ্নের সেই স্মৃতি।


ঘরের মাটিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ নিজেদের কাছে রাখল গোয়া। সেমিফাইনালে লাল কার্ড দেখায় গ্যালারি থেকেই দলের পরাজয় দেখতে হলো লাল হলুদের হেডকোচ অস্কার ব্রুজোকে। টাইব্রেকারে ৫:৬ গোলে হেরে সুপার কাপ হাতছাড়া করলো ইস্টবেঙ্গল। প্রথমার্ধে বলের দখল ছিল ইস্টবেঙ্গলের হাতে। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁজ বাড়ায় গোয়া। যদিও নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কোনো দলই। ১২০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকায় ম্যাচ যায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাজিমাত করে গোয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File