Tejas | আগামী মার্চের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে আসবে অন্তত ছ’টি আধুনিক তেজস যুদ্ধবিমান!
Wednesday, June 25 2025, 10:47 am
Key Highlightsআগামী বছর মার্চের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে আসবে অন্তত ছ’টি আধুনিক তেজস যুদ্ধবিমান।
আগামী বছর মার্চের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে আসবে অন্তত ছ’টি আধুনিক তেজস যুদ্ধবিমান। মঙ্গলবার হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ডি কে সুনীল বলেন, বিমানের এফ ৪০৪ ইঞ্জিন সরবরাহকারী মার্কিন সংস্থা ‘জিই অ্যারোস্পেস’এর দেরির কারণেই নির্ধারিত সময়ের মধ্যে বিমানগুলি পৌঁছে দিতে দেরি হচ্ছে। তিনি আরও জানান, মার্কিন সংস্থা থেকে ইঞ্জিন সরবরাহ করা হয়নি। সবে মাত্র একটি ইঞ্জিন এসে পৌঁছেছে। তবে ২০২৬ সালের মার্চের মধ্যেই বাকি ইঞ্জিনগুলি চলে আসবে বলে জানান সুনীল।

