Flood | ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি! হড়পা বানে অন্তত ৫১ জনের মৃত্যু! ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্পেন

Wednesday, October 30 2024, 12:04 pm
Flood | ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি! হড়পা বানে অন্তত ৫১ জনের মৃত্যু! ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্পেন
highlightKey Highlights

স্পেনে ভয়াবহ বন্যায় ৫১ জন মারা গেছেন, হাজার হাজার গ্রাম ডুবে গেছে।


হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি স্পেনে। প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ বহু। গত মঙ্গলবার ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে চিভা ও ভ্যালেন্সিয়া অঞ্চলে। হড়পা বানের জেরে ভেসে যায় গ্রামের পর গ্রাম। জানা গিয়েছে, লাইনের উপর ময়লা জমে থাকার জেরে ৩০০ যাত্রী সহ লাইনচ্যুত হয় একটি ট্রেন। যদিও তাতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে হড়পা বানের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্পেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File