Bihar Election | বিহার থেকে বাদ পড়তে চলেছে অন্ততপক্ষে ৩৫ লক্ষ ভোটারের নাম!
Tuesday, July 15 2025, 6:29 am
Key Highlightsইতিমধ্যে আগের তালিকায় উল্লেখিত ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশের নাম গণনা করা হয়ে গিয়েছে।
বিহার থেকে বাদ পড়তে চলেছে প্রায় ৩৫ লক্ষ ভোটারের নাম। ইতিমধ্যে আগের তালিকায় উল্লেখিত ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশের নাম গণনা করা হয়ে গিয়েছে। জানা গিয়েছে , এই ৩৫ লক্ষ ভোটারের মধ্যে ১২.৫ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে। বাকি ১৭.৫ লক্ষ বিহার ছেড়ে একেবারের জন্য চলে গিয়েছেন। আরও ৫.৫ লক্ষ ভোটার অস্থায়ী ভাবে বিহারের বাইরে রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এই ভোটার তালিকার একটা খসড়া আগামী পয়লা আগস্ট প্রকাশ করা হবে।

