আন্তর্জাতিক

X Hack | অন্তত ২০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি! হ্যাক হয়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X!

X Hack |  অন্তত ২০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি! হ্যাক হয়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X!
Key Highlights

একাধিক রিপোর্ট সূত্রের খবর, এর অন্তত ২০ কোটি ব্যবহারকারীর ইমেল আইডি ফাঁস হয়েছে।

হ্যাক হয়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X! একাধিক রিপোর্ট সূত্রের খবর, এর অন্তত ২০ কোটি ব্যবহারকারীর ইমেল আইডি ফাঁস হয়েছে। চুরি হয়েছে ওই ২০ কোটি ব্যবহারকারীর যাবতীয় তথ্য। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, এই তথ্য ফাঁসের ঘটনা শুরু হয়েছে ২০২২ সাল থেকে। সেই সময়ে (তখন ট্যুইটার) এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু ফাঁক দেখা গিয়েছিল, সেই সময়ে তথ্য ফাঁস হয়েছিল। পরে ওই তথ্য ফাঁসের কথা জানিয়েছিলেন সংস্থার কর্তারা। কিছু রিপোর্ট সূত্রের খবর, ২০২৫ সালে জানুয়ারিতে সাম্প্রতিক কালের তথ্য ফাঁসের ঘটনাটি ঘটেছে।