রাজ্য

Guillain Barre Syndrome । গুলেন ব্যারি সিনড্রোমে পুনেতে আক্রান্ত অন্তত ১১১জন! কতটা আতঙ্কের পরিস্থিতি পশ্চিমবঙ্গে?

Guillain Barre Syndrome । গুলেন ব্যারি সিনড্রোমে পুনেতে আক্রান্ত অন্তত ১১১জন! কতটা আতঙ্কের পরিস্থিতি পশ্চিমবঙ্গে?
Key Highlights

গুলেন ব্যারি সিনড্রোম নিয়ে বিবৃতি প্রকাশ করল স্বাস্থ্য ভবন। চিকিৎসকরা বলছেন, এই সিনড্রোম নতুন নয়।

ক্রমশ গুলেন ব্যারি সিনড্রোম নিয়ে আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যে পুনেতে এই বিরল স্নায়ু রোগে জক্রান্ত অন্তত ১১১জন। কলকাতাতেও আক্রান্ত ২ শিশু। এই আবহে গুলেন ব্যারি সিনড্রোম নিয়ে বিবৃতি প্রকাশ করল স্বাস্থ্য ভবন। চিকিৎসকরা বলছেন, এই সিনড্রোম নতুন নয়। কলকাতা তথা বাংলায় আগেও অনেকে আক্রান্ত হয়েছেন অনেকে। তবে আক্রান্তের সংখ্যা কখনই মাত্রা ছাড়া হয়নি। স্বাস্থ্য সচিব আরও জানিয়েছেন, ওই রোগের কারণে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস হয়ে যেতে পারে রোগীর। তবে আপাতত পশ্চিমবঙ্গে ভয়ের কোনও কারণ নেই।