New Delhi station | যাচ্ছিলেন মহাকুম্ভে, রাজধানীর রেল স্টেশনে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৯ মহিলা সহ অন্তত ১৮ জনের
Sunday, February 16 2025, 2:45 am
Key Highlightsমহাকুম্ভগামী যাত্রীদের ভিড়ে দুর্ঘটনা নয়াদিল্লি স্টেশনে। পরপর দুটি ট্রেন বাতিল হয়ে যাওয়ায় ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল স্টেশনে।
২৬ তারিখ শেষ হতে চলেছে মহাকুম্ভ মেলা। শেষ স্নানের জন্যে বহু পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। এবার কুম্ভগামী যাত্রীদের ভিড়ে দুর্ঘটনা ঘটলো রাজধানীর রেল স্টেশনে। সূত্রের খবর, এদিন নয়াদিল্লি থেকে কুম্ভগামী ট্রেন আসতে দেরি হওয়ায় গুজব ছড়ায় যে দুটি ট্রেনই বাতিল হয়েছে। মুহূর্তে ১৪ ও ১৫ নম্বর প্ল্যার্টফর্মে বিপুল ভিড় জমে যায়। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরী হয়। এ ঘটনায় ৯ মহিলা সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। দ্রুত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

