Digha Ultorath2025 | উল্টোরথে কড়া নিরাপত্তা সমুদ্রসৈকত দীঘাতে, যাত্রী সুবিধার্থে থাকছে এয়ার অ্যাম্বুল্যান্স
Thursday, July 3 2025, 5:16 am
Key Highlightsমাসির বাড়ি থেকে জগন্নাথদেবের ফিরতি যাত্রাতেও এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করছে রাজ্য সরকার।
পুরীর রথযাত্রায় পদপিষ্টের ঘটনা এবং গঙ্গাসাগর মেলায় বিপুল জনসমাগম থেকে শিক্ষা নিয়ে উল্টোরথে তৎপর প্রশাসন। সূত্রের খবর,দীঘাতে ভিড়ের চাপে কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য কলকাতায় আনতে অভিনব ব্যবস্থা করেছে নবান্ন। ভাড়া করা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স! পাঁচ জুলাই উলটো রথের দিন একটি হেলিকপ্টার মন্দির প্রাঙ্গনে স্ট্যান্ড বাই থাকবে বলে জানিয়েছে নবান্ন। উল্লেখ্য, ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত রথযাত্রা এবং স্নানযাত্রা কালে দিঘায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল।
- Related topics -
- রাজ্য
- দিঘা
- জগন্নাথ মন্দির
- উল্টো রথ
- অ্যাম্বুল্যান্স
- মমতা ব্যানার্জী

