BRICS Meeting | ফের ব্রিকস সম্মেলনের ডাক, এক মঞ্চে ভারত-চিন-রাশিয়া, শুল্ক আলোচনায় ব্রাত্য আমেরিকা

Saturday, September 6 2025, 5:37 am
highlightKey Highlights

ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলিকে নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।


ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলিকে নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আগামীকাল অর্থাৎ ৭ই সেপ্টেম্বর এই বৈঠক হবে। সূত্রের খবর, বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার চাপানো ট্যারিফের মোকাবিলা করার জন্যেই এই বৈঠক, মত বিশেষজ্ঞ মহলের। উল্লেখ্য, ভারত এবং ব্রাজিল ছাড়া ব্রিকসে সদস্যরাষ্ট্র হচ্ছে চিন, রাশিয়া, ইরান। দুদিন আগেই ট্রাম্প দাবি করেন, ভারত এবং রাশিয়াকে চিনের কাছে হারিয়ে ফেলেছিলেন তিনি। এ অবস্থায় এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File