Sunita Williams | ফেব্রুয়ারিতে নয়, আরও পরে পৃথিবীতে ফিরবেন মহাকাশচারী সুনীতারা! কেন দেরি করছে NASA?
আরও পিছিয়ে গেলো মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিন।
আরও পিছিয়ে গেলো মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিন। বুধবার নাসা একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নয়, মার্চ মাসের শেষের দিকে চার সদস্যের ক্রিউ ১০ মিশন মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে। সেই সময়েই পৃথিবীতে ফিরবেন সুনীতা এবং বুচ।নাসা আরও জানিয়েছে, একটি নতুন ড্রাগন মহাকাশযান তৈরির কাজে ব্যস্ত রয়েছে তাঁরা। সেই কারণেই সুনীতাদের ফিরিয়ে আনার তারিখ পিছিয়ে দিতে হচ্ছে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- নাসা
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান
- ভাইরাল