আজ পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে এক ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণু : নাসা

Tuesday, June 1 2021, 4:32 am
highlightKey Highlights

মার্কিন স্পেস সংস্থা নাসা একসাথে মহাকাশের প্রায় ২৬ হাজার গ্রহাণুর উপরে নজরদারি চালায়। নাসা সূত্রে খবর, ১লা জুন অর্থাৎ আজ সূর্যকে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে একটি ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণু পৃথিবীর কাছে আসবে, তখন পৃথিবীর থেকে সেই গ্রহাণু ৪৫ লক্ষ কিলোমিটার দূরে থাকবে। এই গ্রহাণুটির নাম ২০২১কেটি-১। নাসার মতে, এর ব্যাস ৪৯২ ফুট থেকে ১০৮২ ফুটের মধ্যে এবং এটি আইফেল টাওয়ারের মতো বড় মাপের। পাশাপাশি আরও জানিয়েছে, ৪৬ লক্ষ কিলোমিটারের মধ্যে আসা যে কোনও মহাজাগতিক বস্তুকেই পৃথিবীর পক্ষে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলা হয়। তবে, ধাতু-পাথরের এই খণ্ডটি থেকে পৃথিবীর কোনও বিপদের আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File