অসমের তিনসুকিয়া জেলায় গোরু চুরি সন্দেহে বেধড়ক মারে মৃত এক ব্যক্তি, আটক করা হয়েছে ১২ জনকে
Saturday, June 19 2021, 3:00 pm
Key Highlightsঅসমের তিনসুকিয়া জেলার কোরজোঙ্গা গ্রামে এক ব্যাক্তিকে মিথ্যা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে, শরৎ মোহন নামে ওই মৃত ব্যক্তি তিনসুকিয়া জেলারই কড়োই গ্রামের বাসিন্দা। ঘটনার দিন তিনি কোরজোঙ্গা গ্রামে তাঁর এক বন্ধুর বাড়িতে রাত কাটাতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎই সেখানে একদল ব্যাক্তি গোরু চোর সন্দেহে তাঁর উপর চড়াও হয়। তাঁকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। শরৎ মোহনকে উদ্ধার করে দুমদুমার এফআরইউ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।