Assam | প্রায় ২০০০ পরিবারকে উচ্ছেদ করতে চলেছে অসম সরকার! তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ এবং বিহারের পরিযায়ীরাও!

গোলাঘাট জেলায় বেআইনি ভাবে জবরদখল জমি থেকে প্রায় ২০০০ পরিবারকে উচ্ছেদ করতে চলেছে অসম সরকার।
অসমে শুরু হলো উচ্ছেদ অভিযান। গোলাঘাট জেলায় বেআইনি ভাবে জবরদখল জমি থেকে প্রায় ২০০০ পরিবারকে উচ্ছেদ করতে চলেছে অসম সরকার। এর জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ১০০০ পুলিশ। তথ্য অনুযায়ী, উরিয়ামঘাট রেংমা সংরক্ষিত অরণ্যের প্রায় ১৫,০০০ বিঘা জমিতে বেআইনি ভাবে বাস করছিলেন প্রায় ২৭০০ পরিবার। যাদের মধ্যে বহু মানুষই অসমের নওগাঁও, মোরিগাঁওর মতো এলাকার মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী। এছাড়াও রয়েছেন পশ্চিমবঙ্গ এবং বিহারের পরিযায়ীরাও। অসমের মুখ্যমন্ত্রী জানান, ওই এলাকায় জবরদখলকারীদের মধ্যে ৭০ শতাংশই স্বেচ্ছায় এলাকা ছেড়ে দিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- অসম
- বিহার
- পশ্চিমবঙ্গ