Asian Paints Share | ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ঠেকলো এশিয়ান পেন্টসের শেয়ারের দাম! নেপথ্যে বাজে 'রেজাল্ট'

Monday, November 11 2024, 11:33 am
Asian Paints Share | ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ঠেকলো এশিয়ান পেন্টসের শেয়ারের দাম! নেপথ্যে বাজে 'রেজাল্ট'
highlightKey Highlights

গত সেশনের থেকে সাত শতাংশের মতো কম আছে এশিয়ান পেন্টসের শেয়ারের দাম।


সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল এশিয়ান পেন্টসের শেয়ার!  গত সেশনের থেকে সাত শতাংশের মতো কম আছে এশিয়ান পেন্টসের শেয়ারের দাম। এদিন, সোমবার BSEতে এশিয়ান পেন্টসের প্রতিটি শেয়ারের দাম ২,৫০৭ টাকায় নেমে গিয়েছিল। যা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। যদিও সেখান থেকে কিছুটা উন্নতি করে আপাতত এশিয়ান পেন্টসের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২,৫৫১.৪৫ টাকা। NCEতে এশিয়ান পেন্টসের প্রতিটি শেয়ারের দাম আপাতত পড়ছে ২,৫৪৯.৫৫ টাকা। অর্থাৎ ২১৯.৯ টাকা পতন হয়েছে প্রতিটি শেয়ারের (৭.৯৪ শতাংশ)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File