দেশ

Asia Power Index | সামরিক শক্তিতে আমেরিকা-চিনের সাথে এক সারিতে উঠে এলো ভারত!

Asia Power Index | সামরিক শক্তিতে আমেরিকা-চিনের সাথে এক সারিতে উঠে এলো ভারত!
Key Highlights

শক্তির তালিকায় তৃতীয় স্থানে উঠে আসার পাশাপাশি ‘মেজর পাওয়ার’ তালিকাভুক্ত হয়েছে ভারত।

সম্প্রতি অস্ট্রেলিয়ার লোই ইন্সটিটিউটের তরফে এবছরের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫’ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দেখা যাচ্ছে ‘মেজর পাওয়ার’ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। সম্পূর্ণ তালিকা: আমেরিকা ৮০.৫ (সুপার পাওয়ার), চিন ৭৩.৭ (সুপার পাওয়ার), ভারত ৪০.০ (মেজর পাওয়ার), জাপান ৩৮.৮ (মিডিল পাওয়ার), রাশিয়া ৩২.১ (মিডিল পাওয়ার), অস্ট্রেলিয়া ৩১.৮ (মিডিল পাওয়ার), দক্ষিণ কোরিয়া ৩১.৫ (মিডিল পাওয়ার), সিঙ্গাপুর ২৬.৫ (মিডিল পাওয়ার), ইন্দোনেশিয়া ২২.৫ (মিডিল পাওয়ার), মালয়েশিয়া ২০.৬ (মিডিল পাওয়ার)।