Asia Cup Indian Squad | এশিয়া কাপ অভিযান শুরু ভারতীয় ক্রিকেট দলের, একনজরে ভারতের সম্ভাব্য একাদশ

অপেক্ষা শুরু এশিয়া কাপের। কী হতে পারে ভারতের একাদশ? দেখে নেওয়া যাক।
ইংল্যান্ড সফর শেষ। তবে এখনই বিশ্রামে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। আগামী ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারত। তবে খেলা হবে আরব আমির শাহিতে। এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং।