Asia cup 2025 | এশিয়া কাপের ঢাকে কাঠি, রবিতে ভারত-পাকিস্তান মহাদ্বৈরথ, দেখবেন কোথায়?

Tuesday, September 9 2025, 3:20 pm
highlightKey Highlights

আগামী রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে শুরুটা ভালো করতে মরিয়া সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।


আজ থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম দিন আবু ধাবিতে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। আগামীকাল মাঠে নামছে সূর্যককুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। আট দলের টুর্নামেন্ট এ বার টি টোয়েন্টি ফর্ম্যাটে হতে চলেছে। মোট ২০টা ম্যাচ পাবে ভারতীয় দল। রোববার দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান মহাদ্বৈরথ ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় ম্যাচ শুরু হবে। টস হবে ৭:৩০এ। ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইল অ্যাপ্লিকেশন সোনি লিভেও দেখা যাবে ম্যাচ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File