Asia Cup 2025 India Squad | অধিনায়ক সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন গিল! ঘোষিত হলো এশিয়া কাপে ভারতের স্কোয়াড!

Tuesday, August 19 2025, 12:21 pm
highlightKey Highlights

আগামী বছরই টি টোয়েন্টি বিশ্বকাপ। ফলে ধরে নেওয়া যায়, এই টিমই কার্যত ধরে রাখা হবে বিশ্বকাপ অবধি।


আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের স্কোয়াডের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। এছাড়াও দলে রয়েছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হর্ষিত রানা। উল্লেখ্য, আগামী বছরই টি টোয়েন্টি বিশ্বকাপ। ফলে ধরে নেওয়া যায়, এই টিমই কার্যত ধরে রাখা হবে বিশ্বকাপ অবধি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File