খেলাধুলা

Asia Cup | এশিয়া কাপে সহজ জয়, কুলদীপ যাদবের দাপটে UAE-কে ওড়ালো টিম ইন্ডিয়া

Asia Cup | এশিয়া কাপে সহজ জয়, কুলদীপ যাদবের দাপটে UAE-কে ওড়ালো টিম ইন্ডিয়া
Key Highlights

জানুয়ারি মাসের পর এই প্রথম ভারতের টি-টোয়েন্টি দল খেলতে নামল। আর সেখানে নেমে কার্যত বিনা লড়াইয়ে জিতে গেল ভারত।

জানুয়ারি মাসের পর এই প্রথম ভারতের টি টোয়েন্টি দল খেলতে নামল। খেলতে নেমেই বাজিমাত। এশিয়া কাপের প্রথম ম্যাচেই দাপটে খেলে জিতলো ভারতীয় দল। এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৩.১ ওভারে মাত্র ৫৭রানেই UAEকে অলআউট করে টিম ইন্ডিয়া। মাত্র ৭ রান দিয়ে চার উইকেট তুললেন কুলদীপ। অন্যদিকে শিবম দুবে মাত্র ৪ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। একটি করে উইকেট পেলেন বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। ব্যাট করতে নেমে সহজ জয় পেলো ভারত।