Puri Jagannath Temple | পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সংস্কারের কাজ দ্রুত শুরু করার আবেদন করে চিঠি ASIকে

Monday, November 25 2024, 5:15 am
Puri Jagannath Temple | পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সংস্কারের কাজ দ্রুত শুরু করার আবেদন করে চিঠি ASIকে
highlightKey Highlights

পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সংস্কারের কাজ দ্রুত শুরু করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআইকে চিঠি দিলো মন্দির কর্তৃপক্ষ।


পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সংস্কারের কাজ দ্রুত শুরু করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআইকে চিঠি দিলো মন্দির কর্তৃপক্ষ। শনিবার শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন বা এসজেটিএ (SJTA) প্রধান প্রশাসক অরবিন্দ পাধী জানান, এএসআইকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত মন্দির কর্তৃপক্ষ। অরবিন্দ পাধীর বক্তব্য, মন্দিরের নিরাপত্তা ও স্থায়িত্বের বিষয়টি সব সময় মন্দির কর্তৃপক্ষের কাছে মুখ্য বিষয় হিসেবেই বিবেচিত হয়। তাই তাঁরা চান, রত্নভাণ্ডারের সংস্কারের কাজ এএসআই শুরু করে দিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File