Australia vs South Africa | ভেস্তে গেলো দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ! চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠবে কারা?

Tuesday, February 25 2025, 1:17 pm
highlightKey Highlights

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে যাওয়ায় অঙ্কের বিচারে চার দলের কাছেই সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে।


জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’র লড়াই। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে যাওয়ায় অঙ্কের বিচারে চার দলের কাছেই সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। এদিন রাওয়ালপিণ্ডিতে প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা ছিল অজিদের। কিন্তু প্রবল বৃষ্টির কারণে টস পর্যন্ত করা যায়নি। ফলে পয়েন্ট ভাগ করে নিয়েছে দুই দল। এক পয়েন্ট করে পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘এ’তে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তান। দুই দলের কাছেই দুটি করে ম্যাচ বাকি রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File