অর্থনৈতিক

Adani Stock | হিন্ডেনবার্গ বন্ধের খবর প্রকাশ্যে আসতেই চড়চড়িয়ে বাড়ল আদানির একাধিক সংস্থার শেয়ারের দর

Adani Stock | হিন্ডেনবার্গ বন্ধের খবর প্রকাশ্যে আসতেই চড়চড়িয়ে বাড়ল আদানির একাধিক সংস্থার শেয়ারের দর
Key Highlights

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবর প্রকাশ্যে আসতেই চড়চড়িয়ে বাড়ল আদানি গ্রুপের একাধিক সংস্থার শেয়ারের দর!

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবর প্রকাশ্যে আসতেই চড়চড়িয়ে বাড়ল আদানি গ্রুপের একাধিক সংস্থার শেয়ারের দর! বৃহস্পতিবার বাজার পর ৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিলো আদানির নানান সংস্থার স্টকের দাম। এদিন আদানি পাওয়ারের শেয়ার দর ৯.২ শতাংশ, আদানি গ্রিন এনার্জির শেয়ার দর ৮.৮ শতাংশ, আদানি এন্টারপ্রাইজ়ের শেয়ার দর ৭.৭ শতাংশ, আদানি টোটাল গ্যাসের শেয়ার দর ৭.১, আদানি এনার্জি সলিউশনের শেয়ার দর ৬.৬ শতাংশ, আদানি পোর্টসের শেয়ার দর ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেনসেক্স ও নিফটি৫০ রয়েছে ঊর্ধ্বগামী।