Aryan Khan | ”তোমার বাবার রাজত্ব নাকি?” শাহরুখের ধমক! জবাবে 'হ্যাঁ' বললেন পুত্র আরিয়ান! ব্যাপারটা কী?

Tuesday, February 4 2025, 1:07 pm
highlightKey Highlights

সম্প্রতি চর্চায় 'বাদশাহ' শাহরুখ খানের জেষ্ঠ্য পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য বা**ডস অব বলিউড’ এর প্রোমোর দৃশ্য।


”তোমার বাবার রাজত্ব নাকি?” নিজের বাবাকেই জবাব দিলেন শাহরুখ পুত্র আরিয়ান! সম্প্রতি চর্চায় 'বাদশাহ' শাহরুখ খানের জেষ্ঠ্য পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য বা**ডস অব বলিউড’ এর প্রোমোর দৃশ্য। সেখানে দেখা যায়, শাহরুখ সংলাপ বলছেন, ”পিকচার তো সালো সে বাকি হ্যায়। পর শো তো আব শুরু হোগা।” কিন্তু তা বারবার বলাতেও পছন্দ হচ্ছে না ক্যামেরার উল্টো পারে বসে থাকা আরিয়ানের। এরপরই রেগে কিং খান বলেন ”তোমার বাবার রাজত্ব নাকি?” তারপরই আরিয়ানের জবাব 'হ্যাঁ'! বাবা ছেলের এই যুগলবন্দি মন জিতে নিয়েছে নেটিজেনদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File