আরিয়ান এই মুহূর্তে ফিরছেন না বাড়ি, শাহরুখ-পুত্রের জামিনের আবেদন ফের খারিজ হল
Sunday, October 10 2021, 3:37 pm
Key Highlightsআর্থার রোড জেলে দিন কাটছে শারুখ পুত্র আরিয়ান খানের। তিনি আর পাঁচ জন অভিযুক্তের সঙ্গেই রয়েছেন । শাহরুখ-পুত্রের জামিনের আবেদন করা হয়েছিল তবে তা খারিজ করে দিয়েছে মুম্বই ম্যাজিস্ট্রেট আদালত। 'নারকোটিক ডাগ্রস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স’ আইনের আওতায় একাধিক ধারায় অভিযুক্ত আরিয়ান এবং তাঁর সঙ্গীরা। প্রশ্ন উঠছে, কেন বারবার জামিনের আবেদন খারিজ হচ্ছে আরিয়ানের? নগর দায়রা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক নেরিলকার জানিয়েছেন, কোনও অপরাধের জন্য তিন বছরের বেশি শাস্তি ধার্য থাকলে, ম্যাজিস্ট্রেট আদালত সেই অপরাধের জামিনের আবেদন দ্রুত মঞ্জুর করতে পারে না।
- Related topics -
- সেলিব্রিটি
- আরিয়ান খান
- জামিন খারিজ
- এনসিবি
- মুম্বাই আদালত

