মাদক মামলায় উঠে আসা নয়া তথ্য হোয়াটস্যাপ চ্যাটের ভুল ব্যাখা করছে NCB, এমনটাই দাবি করলো আরিয়ান
Sunday, October 24 2021, 11:59 am
Key Highlightsমাদক কাণ্ডের জেরে এখনও বন্দিদশায় আরিয়ান খান। এতদিন ধরে বহু চেষ্টার পরও এখনও তিনি মাদক মামলায় জামিন পাননি। বম্বে হাইকোর্টে এবার জামিনের আবেদন করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিং খান-তনয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকেই কাঠগড়ায় দাঁড় করালেন আরিয়ান। তিনি আদালতকে সাফ জানালেন যে তাঁর বিরুদ্ধে যেই হোয়াটসঅ্যাপ চ্যাটকে তথ্য হিসাবে পেশ করা হয়েছে তার ভুল ব্যাখ্যা করছে এনসিবি।
- Related topics -
- সেলিব্রিটি
- আরিয়ান খান
- এনসিবি
- মাদক কাণ্ড

