Sodpur Case | অবশেষে গ্রেফতার ফুলটুসির ওরফে শ্বেতা খানের ছেলে আরিয়ান খান! গ্রেফতার এক তরুণীও!
Wednesday, June 11 2025, 9:03 am
Key Highlightsসোদপুরে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ফুলটুসির ওরফে শ্বেতা খানের ছেলে আরিয়ান খান।
পালিয়েও হলো না রক্ষা, সোদপুরে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ফুলটুসির ওরফে শ্বেতা খানের ছেলে আরিয়ান খান। গ্রেফতার করা হয়েছে তাঁর এক মহিলা সঙ্গীকেও। জানা গিয়েছে, বুধবার কলকাতার যাদবপুর সংলগ্ন গল্ফগ্রিন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। তবে এখনও নিখোঁজ আরিয়ানের মা ফুলটুসি বেগম ওরফে শ্বেতা খান। আরিয়ানকে জেরা করলে শ্বেতার হদিশ মিলতে পারে বলে আশাবাদী পুলিশ। এদিন সকালেই শ্বেতার মাকে আটক করে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ক্রাইম
- গ্রেফতার

