Arup Biswas | যুবভারতী কান্ডের জের, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অরূপ বিশ্বাসের!

Tuesday, December 16 2025, 9:55 am
highlightKey Highlights

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল ঘোষ জানান, “ইস্তফাপত্র নিয়ে বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী।”


যুবভারতী কান্ডের জেরে শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করলেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত কমিটি রিপোর্ট জমা দেয়। এরপর ডিজি রাজীব কুমার ও বিধাননগরের কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়। এই ঘটনার কিছুক্ষণ পরই জানা যায়, ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কিছুক্ষণের মধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল ঘোষ জানান, “ইস্তফাপত্র নিয়ে বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File