বিনোদন

Arun Roy । ক্যান্সার কাড়লো প্রাণ, প্রয়াত হলেন বাঘাযতীনের পরিচালক অরুন রায়

Arun Roy । ক্যান্সার কাড়লো প্রাণ, প্রয়াত হলেন বাঘাযতীনের পরিচালক অরুন রায়
Key Highlights

নতুন বছরেই নক্ষত্রপতন টলিউডের আকাশে। দেবের বাঘাযতীন সিনেমার পরিচালক অরুণ রায় প্রয়াত হলেন।

নতুন বছরেই শোকের ছায়া টলিউডে। না ফেরার দেশে যাত্রা করলেন দেবের বাঘাযতীন ছবির পরিচালক অরুন রায়। ‘হীরালাল’ দিয়ে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০২৩ এ ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন অরুন। ক্যান্সারই কাড়লো প্রাণ। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে আর জি কর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে শিফট করা হয়। ২তারিখ, বৃহস্পতিবার ভোররাতে প্রয়াত হলেন তিনি। পরিচালককে শেষবার দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন দেব, জিতু কামাল, সৃজা দত্তরা।