বিনোদন

‘Arun Chakraborty | প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা সংগীতশিল্পী অরুণ চক্রবর্তী

‘Arun Chakraborty | প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা সংগীতশিল্পী অরুণ চক্রবর্তী
Key Highlights

বাংলার সঙ্গীত জগতে শোকের ছায়া। প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা অরুণ চক্রবর্তী।

বাংলার সঙ্গীত জগতে শোকের ছায়া। প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা অরুণ চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি। শুক্রবার গভীর রাতে চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীতশিল্পী। শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন। সেখান থেকেই কিছুটা ঠান্ডা লেগেছিল। মূলত করোনার পর থেকেই তাঁর ফুসফুসে সমস্যা ছিল। তিনি বিখ্যাত ‘লাল পাহাড়ের’ গান ছাড়াও তাঁর রচিত কবিতার জন্যও।