চিকিৎসা

তৃতীয় বার অস্ত্রোপচার এর দ্বারা এক ছাত্রের মাথায় কৃত্রিম খুলি বসাতে সফল হল এসএসকেএম

তৃতীয় বার অস্ত্রোপচার এর দ্বারা এক ছাত্রের মাথায় কৃত্রিম খুলি বসাতে সফল হল এসএসকেএম
Key Highlights

২০২০-র ১৩ জানুয়ারি অর্থাৎ এক বছর আগে ১২ বছরের সৌরদীপ বেরার মাথায় গেঁথে গিয়েছিল জ্যাভলিনের ফলা। জানা যাচ্ছে ওই দিন স্কুলে খেলাধুলো চলছিল। হঠাৎ কারও ছুঁড়ে দেওয়া জ্যাভলিন এসে মাঠের পাশেই বসে থাকা সৌরদীপের মাথার ডান দিকে গেঁথে যায়। তারপর দুইবার অস্ত্রোপচার হয়। অবশেষে বুধবার কলকাতার এসএসকেওএম হাসপাতালের বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে তৃতীয় বার তার অস্ত্রোপচার করা হল। হাওড়ার নাউদা নারায়ণচন্দ্র বিদ্যাপীঠের ছাত্র সৌরদীপের মাথায় ক্রেনিওপ্লাস্টি করে টাইটেনিয়ামের কৃত্রিম খুলি বসাতে সফল হল এসএসকেএম।