ভিয়েনায় গ্রেপ্তার ১ বাংলাদেশি! সন্ত্রাসবাদী হামলা, দ্বৈত নাগরিকত্ব নিয়ে জেহাদি কার্যকলাপ।
Saturday, November 7 2020, 3:58 pm
Key Highlights
অস্ট্রিয়ার রাজধানী শহর ভিয়েনায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে ওই ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জেহাদে উদ্বুদ্ধ হয়ে সে সন্ত্রাসবাদী সংগঠন আইএসে যোগ দিয়েছিল। সোমবার বন্দুকবাজ ভিয়েনার রাস্তায় এলোপাথাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা করে। এই ঘটনার পর মঙ্গলবার মোট ১৪ জনকে গ্রেপ্তার করে ভিয়েনা পুলিশ যাদের মধ্যে একজন বাংলাদেশি যুবক। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার বলেন, ”হামলাকাণ্ডে ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।” ভিয়েনার পুলিশ প্রধান গেরহার্ড পুয়ার্স্টেল জানান, বাংলাদেশ, উত্তর ম্যাসিডোনিয়া, তুরস্ক বা রাশিয়ার দ্বৈত নাগরিকসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভিয়েনা
- অস্ট্রিয়া
- সন্ত্রাসবাদী হামলা
- আইএসআইএস