বোম্বেকোর্ট রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীর জামিনের আবেদন খারিজ করায় 'সুপ্রিম' দ্বারে যাবেন তিনি !
Tuesday, November 10 2020, 10:59 am
Key Highlightsগত ৪ঠা নভেম্বর রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দেওয়ায় মুম্বাই পুলিশ গ্রেফতার করে। বোম্বে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় সে র্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। রবিবার সকালে যখন তাঁকে তালোজা জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন সে চিৎকার করে রিপোর্টারদের জানায় যে তাঁকে অত্যাচার করা হচ্ছে, যোগাযোগ করতে দেওয়া হচ্ছেনা আইনজীবী ও পরিবারের সাথে। এরপর মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ফোন করে জানান যে অর্ণবের সঙ্গে যাতে তাঁর পরিজনকে দেখা করতে দেওয়া হয়।
- Related topics -
- সাংবাদিক
- অর্ণব গোস্বামী
- বোম্বে হাইকোর্ট
- সুপ্রিম কোর্ট
- ভারতীয়

