ঘূর্ণিঝড় যশের পরবর্তী পরিস্থিতির সামাল দিতে শহরে প্রস্তুত সেনাবাহিনী
Monday, May 24 2021, 5:55 am
Key Highlights গত বছর এই মে মাসেই বঙ্গোপসাগরের এক প্রবল নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় 'আমফান' উপকূলবর্তী এলাকা-সহ গোটা শহর তোলপাড় করে দিয়েছিল। যার ফলে ভেঙে পরেছিল প্রচুর গাছ, ছিল না বিদ্যুৎ। অন্যদিকে এই বছর আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৬ শে মে প্রভাবশালী ঘূর্ণিঝড় যশ আছড়ে পরতে চলেছে। লালবাজার সূত্রে খবর, ঘূর্ণিঝড় যশের পরবর্তী পরিস্থিতির সামাল দিতে ফোর্ট উইলিয়াম, বালিগঞ্জ এবং বেহালায় সেনাবাহিনীর চারটি কলাম; এনডিআরএফের ন’টি দল এবং পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে। ঝড় পরবর্তী বিধ্বস্ত শহরকে সচল করতে থাকছে চিন্তিত পুলিশ-প্রশাসন। পাশাপাশি প্রস্তুত আছে সিএইএসসি-ও।