India-Pakistan | কাশ্মীরে ফের মুখোমুখি সেনা-জঙ্গি! একে অপরকে লক্ষ্য করে চললো গুলিও!

Tuesday, May 13 2025, 6:21 am
highlightKey Highlights

মঙ্গলবার কাশ্মীরের সোপিয়ানের সুকরু কেল্লরে জঙ্গিদের মুখোমুখি হয় সেনা। এরপরই শুরু হয় গোলাগুলি।


এখনও ভারতীয় সেনার হাতে ধরা পড়েনি পহেলগাঁও হামলার অভিযুক্ত জঙ্গিরা। তাদের সন্ধান করতেই নানা জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। জানা গিয়েছে, মঙ্গলবার কাশ্মীরের সোপিয়ানের সুকরু কেল্লরে জঙ্গিদের মুখোমুখি হয় সেনা। এরপরই শুরু হয় গোলাগুলি। সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। প্রাণ বাঁচাতে সেনাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসবাদীরাও। তবে কোনও এনকাউন্টার হয়েছে কি না বা গোটা অভিযানে কোনও জওয়ান আহত হয়েছেন কি না, সেই নিয়ে আনুষ্ঠানিক ভাবে সেনা তরফে এখনও তথ্য পাওয়া সম্ভব হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File